রক্তে এলার্জি কমানোর উপায় সহ চিরতরে এলার্জি চুলকানি দূর করার উপায়।

0
868

রক্তে এলার্জি কমানোর উপায় এবং চিরতরে ঘরোয়া পদ্ধতিতে এলার্জি চুলকানি দূর করার উপায় নিয়ে আজকে আপনাদের জানাবো। এলার্জি এমন একটি উপদ্রব যা একজন মানুষের চরম বিরক্তির কারণ। এলার্জি একজন ব্যক্তির জীবনকে দুর্বিষহ করে তোলে। চুলকানি, ত্বকে লালচে র‍্যাশ, বিভিন্ন ধরণের চর্মরোগ এই সব জটিলতা নিয়ে অনেক মানুষ বহুদিন ধরে ভুগছে।

এলার্জির জটিলাটার অন্যতম কারণ রক্তে এলার্জি থাকা। তাই রক্তে এলার্জি দূর কারার উপায় ফলো করে চিরতরে এলার্জি চুলকানি দূর করা যায়। অনেক মানুষ এলার্জি দূর করার উপায় জেনে এবং সঠিক পদ্ধতিতে এলার্জির প্রাথমিক চিকিৎসা করে চিরতরে এলার্জি থেকে মুক্ত হয়েছেন। আপনি যদি এলার্জি সমস্যায় ভুগে থাকেন তাহলে, এই আর্টিকেলটি পড়ে আপনি এলার্জির মহা ঔষধ পেয়ে যাবেন। যা আপনার রক্তে এলার্জি দূর করার উপায় হিসেবে কাজ করবে এবং চিরতরে আপনার এলার্জি চুলকানি দূর করবে।

আজকে যা জানাবো

 

 

  • এলার্জি কি (What are allergies)
  • এলার্জির কারণ (Causes of allergies)
  • এলার্জির লক্ষণ (Symptoms of allergies)
  • এলার্জি জাতীয় খাবার কি কি (What are allergic foods)
  • রক্তে এলার্জি কমানোর উপায় (home remedy for blood allergies)
  • এলার্জি চুলকানি দূর করার উপায় (home remedy for allergies Itch)

 

 

 

এলার্জি কি (What are allergies)

আমরা প্রায় সবাই এলার্জি সম্পর্কে কমবেশি জানি। কিন্তু অনেকেই এলার্জি সম্পর্কে সঠিক ধারনা রাখি না। তাই এ বিষয়ে সঠিক ধারনা থাকা জরুরী। সাধারন অর্থে এলার্জি হলো শরীরের একটি নির্দিষ্ট খাদ্য বা পদার্থের প্রতি প্রতিক্রিয়া। বিভিন্ন খাবারের প্রতিক্রিয়ায় রক্তে এলার্জি তৈরি হয়।

এমনকি একেক গ্রুপের রক্তে ভিন্ন ভিন্ন খাবারে এলার্জি হয়, অর্থাৎ যাঁদের A গ্রুপের রক্ত তাদের হয়তো এক খাবারে এলার্জি হয়, আবার যাঁদের B গ্রুপের রক্ত তাদের অন্য খাবারে এলার্জি হয়। এলার্জি মূলত রক্তে শ্বেত কণিকার একটি উপাদান, যা বিভিন্ন খাবারে প্রভাবে রক্ত কোষ থেকে তৈরি হয়।

সারা পৃথিবীতে অসংখ্য মানুষের কাছে একটি অসহনীয় রোগের নাম এলার্জি। কারো ক্ষেত্রে এটি সধারন, আবার কারো ক্ষেত্রে এটি জটিল রোগের কারণ। বিভিন্ন ধরণের চর্মরোগ যেমন, চুলকানি, ফুসকুড়ি, চোখ ফোলা, একজিমা এবং ত্বকে র‍্যাশ এই এলার্জির কারনে হয়ে থাকে। এছাড়া এলার্জির কারনে সর্দি, শ্বাসকষ্ট, হাপানি হয়ে থাকে। তাই রক্তে এলার্জি কমানোর উপায় হিসেবে এবং এলার্জি চুলকানি থেকে মুক্তির উপায় হিসেবে এলার্জি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here